শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

২১শ বস্তা চাল নিয়ে চাঁদপুর থেকে কার্গো উধাও

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১১:১০ এএম

চাঁদপুর শহরের পুরানবাজার ঘাট থেকে ব্যবসায়ীদের ২১০০ বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হয়ে গেছে। মঙ্গলবার ভোরে স্থানীয় ভূঁইয়ার ঘাটে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ লিখিত আকারে চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করেন। কিন্তু গত দুদিনেও উধাও হয়ে যাওয়া চালভর্তি ট্রলারের সন্ধান মেলেনি।

বাজার সূত্রে জানা যায়, ট্রান্সপোর্টের মাধ্যমে পাবনা নগরবাড়ি ঘাট থেকে পুরানবাজারের কয়েকজন চাল ব্যবসায়ী তাদের চাহিদা অনুযায়ী কয়েক হাজার বস্তা চাল আমদানি করে। মিলন মাঝির কার্গোতে সেই চাল পুরান বাজার ঘাটে আনা হয়। সোমবার কিছু মাল উঠানো হয়েছে।

তারপর ব্যবসায়ীদের না জানিয়ে কার্গোটি রাতের অন্ধকারে ঘাট থেকে উধাও হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘাটে চালভর্তি কার্গোটি দেখতে না পেয়ে গদিঘর লেবার ও ব্যবসায়ীরা নিখোঁজ কার্গোটি খুঁজতে থাকে।

কার্গোতে পরেশ মালাকার, মফিজ হাজী, রাজলক্ষ্মী ভান্ডারের শম্ভু সাহা, আনিছ বেপারী, মক্কা ট্রেডার্সসহ আরো কয়েকজন ব্যবসায়ীর চাল ছিল। মোট ২ হাজার ১০০ বস্তা চাল ছিল।

কার্গোটির মালিক মতলব উত্তর উপজেলার দশানির জনৈক ব্যক্তি বলে জানা যায়। ট্রান্সপোর্টের মাধ্যমে অপরিচিত কার্গোতে চাল দেওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মফিজ হাজী জানিয়েছেন।

এ ব্যাপারে তারা চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির মাধ্যমে থানায় লিখিত অভিযোগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন