বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাবতলী থানার ওসি ও বাগবাড়ী ফাঁড়ির ইনচার্জ’সহ ৩ পুলিশ কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ

গাবতলী (বগুড়া ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৮:৫১ পিএম

বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহম্মেদ ও বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুসা মিয়াকে ষ্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পুলিশ ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও বাগবাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই নুর মোহাম্মদকে ক্লোজড করে প্রথমে পুলিশ লাইন পরে খাগড়াছড়ি পুলিশ ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার এএসআই নুর মোহাম্মদকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়। পুলিশ হেড কোয়াটারের এক আদেশে ২৯ এপ্রিল বুধবার গাবতলী থানার ওসি সাবের রেজা আহম্মেদ ও বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুসা মিয়াকে ষ্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পুলিশ ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার তাঁরা থানা ও ফাঁড়িতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দায়িত্বভার বুঝে দিয়েছেন।
জানা গেছে, বাগবাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই নুর মোহাম্মদ জনৈক হাসেম আলীর মোটর সাইকেল আটকে রেখে ১হাজার ৮’শ টাকা নেয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়াও ওসি সাবের রেজা আহম্মেদ ও বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুসা মিয়া দায়িত্ব অবহেলা করায় তাঁদের বিরুদ্ধেও উপরোক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) মোছাঃ সাবিনা ইয়াসমিন এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেছেন, তাঁদেরকে ষ্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পুলিশ ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, সাবের রেজা আহম্মেদ ও মুসা মিয়া’র বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন