শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস ঈদের আগেই দিতে হবে জাতীয় শিক্ষক ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ৪:৫১ পিএম

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যৌথ বিবৃতিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা এবং ঈদুল ফিতরের পূর্বে মে মাসের চেক ছাড়ের আহবান জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা মাত্র ২৫% উৎসব ভাতা পেয়ে থাকেন। যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।
অন্যদিকে সরকারি শিক্ষকরা ১০০% উৎসব ভাতা পেয়ে থাকেন। বিষয়টি বৈষম্যমূলক। তাঁরা বলেন, মানুষ যেকোনো উৎসব শতভাগ পালন করে থাকে। উৎসব যদি শতভাগ পালিত হয় তবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা কেন শতভাগ নয়?। নেতৃদ্বয় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অনতিবিলম্বে শতভাগ উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান। সেই সাথে দেশের সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অসহায় অবস্থা বিবেচনায় নিঃশর্ত পণোদনা প্যাকেজ ঘোষণার আহবান জানান তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন