নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় একটি পেয়ারা বাগানের ২৫০ টি পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার জালালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এতে বাগান মালিকের প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান বাগান মালিক আফতাব আলী। এ ঘটনায় বাগান মালিক বাদি হয়ে বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর ইসলাম ও বাগান মালিক আফতাব আলী জানান,তিনি গত কয়েক বছর ধরেই জমিটি লীজ নিয়ে সেখানে পেয়ারার বাগান করে আসছিলেন। বর্তমানে বাগানে প্রায় পাঁচ শতাধিক ফলবান পেয়ারা গাছ রয়েছে। দুর্বৃত্তরা গতরাতে তার বাগানের ২৫০ টি ফলবান পেয়ারা গাছ কেটে ফেলেছে। বুধবার সকালে বাগানের কর্মচারীরা বাগানে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখে মালিককে খবর দেন। পরে আফতাব আলী বাগানে গিয়ে ঘটনাটি দেখে পুলিশে খবর দেন এবং থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তবে কারা এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে তা জানাতে পারে নি বাগান মালিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন