চট্টগ্রাম ব্যুরো : দেশি-বিদেশি ৩টি অস্ত্রসহ গতকাল ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। নগরীর আকবর শাহ্ থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও সিঙ্গেল শূটার গানসহ তিন পেশাদার অপরাধীকে সোমবার রাত ২টায় আটক করা হয়। তারা হলো মো. আবুল কাশেম (২৮), জামাল হোসেন (৩৫) এবং আবুল কালাম (৩৫)। সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে, জাপানে তৈরি একটি পয়েন্ট ৩২ বোরের সিলভার কালারের পিস্তল ও ২ রাউÐ কার্তুজ এবং একটি ভারতে তৈরি সিঙ্গেল শূটার গান। আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, গ্রেফতার হওয়া তিনজন পেশাদার অপরাধী। আবুল কালাম মানুষের জমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এদিকে নগরীর চান্দগাঁও এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ওয়ান শূটার গানসহ মো. সেলিম (৪২) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। গতকাল দুপুরে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পুলিশ রাঙ্গুনিয়া থেকে আসা বাসটিতে তল্লাশি চালায়। চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, সেলিম একজন পেশাদার অস্ত্র বিক্রেতা। রাঙ্গুনিয়া থেকে অস্ত্র নিয়ে সে শহরে বিক্রির জন্য যাচ্ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন