কক্সবাজার জেলা কারাগার থেকে সাধারণ ক্ষমায় ৭ কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। সরকারের নির্বাহী আদেশে সাধারণ ক্ষমা পেয়ে শনিবার (২ মে) বিকেলে তাদের মুক্তি দেওয়া হয়।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন।
তিনি জানান, সারাদেশে ৩ হাজারের বেশি বন্দিকে সরকার নির্বাহী আদেশে সাধারণ ক্ষমা করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রথম দফায় কক্সবাজার জেলা কারাগার থেকে ৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
তিনি বলেন, মুক্তি পাওয়া সাত বন্দির সাজার মেয়াদ ছিল এক বছর। কিন্তু মেয়াদের ৬ মাস আগে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন