শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে ফেরীর নিচে চাপা পড়ে গিয়ে যুবকের মৃত্যু

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৩:২৭ পিএম

আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে ফেরীর নিচে চাপা পড়ে সুমন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিশনন্দী ফেরীঘাটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় বিশনন্দী ফেরী ঘাটে একটি ফেরী থামানো অবস্থায় ছিল। ফেরীর আশে পাশে কিছু সংখ্যক কিশোর ডুবিয়ে চিংড়ি মাছ ধরছিলো। এ সময় সুমন ও মাছ ধরার জন্য ডুব দিয়ে ফেরীর নিচে চলে যায় এবং আর উঠে আসতে পারেনি। এক ঘন্টা পর ফেরীর কর্তৃপক্ষ বিষয়টি জেনে ফেরীটি সরিয়ে দিলে তার অত্মীয়রা সুমনকে খুঁজে পায়। তারা তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন চৈতনকান্দা নয়াপুর গ্রামের আঃ আউয়ালের ছেলে। নিহতের এক বছর বয়সের একটি কন্যা শিশু রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জরুরী বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন