আড়াইহাজারে গ্যাসসিলিন্ডার বোঝাই একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। মালিক পক্ষের দাবি, এতে ৫০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। বুধবার রাতে আড়াইহাজার পৌরসভার কৃঞ্চপুরা এলাকায় সংযমী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম দুলাল জানান, প্রতিদিন গ্যাসসিলিন্ডার বিভিন্ন এলাকায় সরবরাহ করে প্রতিষ্ঠানের সামনেই গাড়ি রাখা হতো। বৃহস্পতিবার ভোরে গাড়ির কাছে এসে দেখতে পায় ঢাকা মেট্রো-ট-২০-১২২৬ নাম্বারের গাড়িটি নির্ধারিত স্থানে নেই।
ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় কে বা কারা গাড়িটি সিলিন্ডারসহ চুরি করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, গাড়িতে এলপি গ্যাস ভর্তি ১২ কেজি ওজনের ২৫০টি ও খালি ৩১০টি সিলিন্ডার রাখা ছিল। ট্রাক ও সিলিন্ডারের দাম ৫০ লাখ টাকা বলে মালিক জানান।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। এস আই আশাদ তালুকদার ও গাজী শামীমকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন