বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলবাড়ী ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজ জাতীয়করণ বাস্তবায়নের দাবীতে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফুলবাড়ী বনিক সমিতি, ঠেলাগাড়ী, রিকশা, অটোরিকশা, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে ফুলবাড়ী শহরে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপজেলা শহর ভূতুরে শহরে পরিণত হয়। খাবার দোকান থেকে শুরু করে ওষুদের দোকান, গালামাল, কাঁচাবাজার কোন দোকান খোলা ছিল না। সর্ব সাধারণ স্বতঃস্ফূতভাবে অবরোধে অংশগ্রহণ করেন। আন্দোলনকরীরা জানান, অবকাঠামো বিহীন ফুলবাড়ী উপজেলা শহর থেকে প্রায় ৮ কিঃমিঃ দূরে উপজেলার নওদাবস গ্রামে নন-এমপিও সাইফুর রহমান মহবিদ্যালয়কে কিভাবে জাতীয়করণের তালিকায় স্থান পেল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এসময় তিনকোনা মোড়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ সরকার বাবুল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, শিক্ষার্থী মিল্টন খন্দকার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন