শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরকারি চালসহ ইউপি সদস্য আটক

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৪ এএম

চরফ্যাশন উপজেলায় আহম্মদপুর ইউপি সদস্য মো. কামাল হোসেনের বসতঘর থেকে ৫ বস্তা জেলে পূণর্বাসনের সরকারি চাল উদ্ধার করা হয়েছে। কামাল হোসেনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্যর বসত ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহিন মাহমুদ দুলারহাট থানা পুলিশ নিয়ে এসব সরকারি চাল উদ্ধার অভিযান পরিচালনা করেন। আটক ইউপি সদস্য মো. কামাল হোসেনকে উপজেলা দুলারহাট থানা হেফাজতে রেখে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়।

দুলারহাট থানার ওসি মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য মো. কামাল হোসেনের বিরুদ্ধে আহম্মদপুর ইউনিয়নের ট্যাগ অফিসার বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার ভূমি শাহীন মাহমুদ বলেন, করোনাভাইরাসের দূর্যোগ ও মাহে রমযান মুহুর্তে একজন ইউপি সদস্যের বাসায় জেলেদের ৪০ কেজি করে ৫ বস্তা চাল পাওয়া খুবই দুঃখজনক। আমরা চাল উদ্ধার করে ইউপি সদস্য কামালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন