শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বান্দরবানে ১৭তম বোমাং রাণীর আর নেই : শেষকৃত্যানুষ্ঠান ১৮ মে

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের শোক প্রকাশ

বান্দরবান থেকে মো. সাদত উল্লাহ | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ৯:২৪ এএম

বান্দরবান বোমাং সার্কেলের ১৭ তম বোমাং রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রুর সহধর্মিনী রাণী ওয়াং প্রু পরলোক গমন করেছেন।

আগামী ১৮মে শহরের কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে রাণীর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

রাজ পরিবার সূত্রে জানা গেছে,
১০মে রবিবার রাত সাড়ে ১১টার সময় জাদিপাড়া (ক্যাং মোড) এলাকাস্থ রাজবাড়িতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে রাণীর বয়স হয়েছিল ৭৫বছর। রাণী ওয়াং প্রু এক এক রাজপুত ও এক রাজ কন্যার জননী ছিলেন।

রাজ পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারনে রবিবার রাতে রাণী মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন।

রাজ কার্যালয়ের প্রধান সহকারী অং জাই উ খেয়াং জানান, আগামী ১৮ মে বান্দরবান পৌর শহরের ওয়াবদা ব্রীজস্থ কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে রাণীর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে রাণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। তিনি শোকবার্তায় পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে রাণী ওয়াং প্রু´র পরলৌকিক সদগতি কামনা করেছেন। এছাড়াও জেলার বিভিন্ন মহলও শোক প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন