করোনা মোকাবেলায় মানবিক সহায়তার আওতায় বরাদ্ধকৃত সরকারী ত্রাণ আত্মসাতের অভিযোগ উঠেছে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য আছমা আক্তারের বিরুদ্ধে। এনিয়ে সংশ্লিষ্ট মহলের ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তার আওতায় ২০১৯-২০ অর্থ বছরের ২৫৯, ২৬৩, ২৫৭ ও ২৬৯ নং ত্রাণ কার্ডে সরকারি চাল বরাদ্ধ হয় সংশ্লিষ্ট ইউপির ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের উপকারভোগীদের নামে। কিন্তু ইস্যুকৃত ওই কার্ডগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের নারী সদস্য আছমা আক্তার প্রকৃত উপকারভোগীদের বিতরণ না করে নিজেই আত্মসাত করেছেন।
অভিযোগ রয়েছে, স্থানীয় কালিকাপুর গ্রামের মাফিজ উদ্দিনের স্ত্রীর কাছ থেকে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি কার্ড দেয়ার নামে টাকা আদায় এবং মেনকিফান্দা গ্রামের আব্দুল কাদিরের কাছ থেকে প্রতিবন্ধি কার্ড দেয়ার নামে টাকা দাবির অভিযোগ রয়েছে।
স্থানীয় আব্দুর রশীদ, মো. আল আমিন, শাহ্ আলম ও মো. জালাল উদ্দিন জানান, ওই নারী সদস্য বিধবা ভাতা ও বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। বিষয়টি ইউপি চেয়ারম্যানিকে জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন