সকল রোগীর চিকিৎসা প্রদানে জারিকৃত আদেশ বাস্তবায়নে স্বাস্থ্য অধিদফতরে মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দফতরগুলোকে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গতকাল বুধবার ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’র পক্ষে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টিার মো. কাউছার এ নোটিস দেন।
নোটিসে বলা হয়,সারাদেশে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। করোনা ছাড়াও সাধারণ সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে কোনো হসপিটালে গেলে ডাক্তার এবং হসপিটাল তাদেরকে সেবা দিচ্ছে না। এভাবে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে লাখ লাখ রোগী। একটা পর্যায়ে কোনো ধরণের চিকিৎসা ছাড়াই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এর জারিকৃত একটি পরিপত্র করোনা পরিস্থিতিতে সকল রোগীকে যাতে চিকিৎসা সেবা দেয়া হয় সেই লক্ষ্যে একটি সার্কুলার জারি করেছে। সেই সার্কুলারের নির্দেশাবলী অনেক হাসপাতালের ডাক্তারগণ প্রতিপালন করছেন না। যা সংবিধান,আইন,বিধি-বিধান ও মানবাধিকারের লঙ্ঘন। এ প্রেক্ষাপটে এ লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। নোটিস অনুযায়ী সংশ্লিষ্টরা ব্যবস্থা গ্রহণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে-মর্মে নোটিসে উল্লেখ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন