শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফোন পেয়ে অনাহারী দিনমজুরের বাড়ীতে খাবার নিয়ে ওসি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৮:৪৯ পিএম

"স্যার তিন দিন যাবৎ ঘরে খাবার কিছু নেই! লকডাউনের মধ্য না খেয়ে আছি" গত ১৪ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুবেল নামে এক ব্যাক্তি সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিনের মোবাইল ফোন করে এসব কথা বলেন। ওসি ফরিদ উদ্দিন বিষয়টি আমলে নিয়ে জানতে পারেন যে, তার বাড়ী সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। গত ৫ মে ওই ব্যক্তিটির তিন মাস বয়সের একটি শিশু সন্তানকে ঢাকা শিশু হাসপাতাল থেকে চিকিৎসা করে মধ্যপাড়া গ্রামে নিয়ে আসে। শহর থেকে গ্রামে ফেরার কারণে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার লোকজন ওই লোকটির বাড়ী লকডাউন করে রেখেছে। আর একারণে ব্যক্তিটি কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভুগছিলেন। মানুষের সেবা করা পুলিশের ধর্ম। আর তারই ধারাবাহিকতায় মানবতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় সেই মানুষটির পাশে দাড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলে ওসি ফরিদ উদ্দিন। তিনি ওইদিন রাতেই স্ব-শরীরে ওই ব্যক্তির বাড়ীতে হাজির হয়ে ৫ কেজি চাল, ২ কেজি আলু , ১কেজি ডাল , ১ কেজি তেল , ১ কেজি পিয়াজ , ১ কেজি চিনি , ২ প্যাকেট সেমাই ও ১ সাবান এবং নগদ এক হাজার অসহায় পরিবারের হাতে তুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে ওসি ফরিদ উদ্দিন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে একজন পুলিশ অফিসার হিসেবে অসহায় মানুষের পাশে দাড়ানো আমার নৈতিক দায়ীত্ব। মানবিক দিক থেকে তার পাশে দাড়াতে পেরে আমি আত্মতৃপ্তি বোধ করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন