নেছারাবাদে ঈদকে সামনে রেখে ঢল নামতে শুরু হয়েছে মানুষের। ঢল নামা এসব যাত্রীদের বেশির ভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরৎ বলে জানাগেছে।
প্রতিদিন ভোর রাত থেকে সকাল দশ পর্যন্ত বরিশালের গড়িয়াপাড় হয়ে মাহেন্দ্র,এ্যাম্বুলেন্স যোগে উপজেলার ছারছীনা বাস ষ্ট্যান্ড,আটঘর কুড়িয়ানার হিমানন্দকাঠি হয়ে নিজ বাড়ীতে ফিরছেন। ঘরে ফেরা এসব লোকদের অধিকাংশই স্থানীয় প্রভাবশালীদের আত্মীয় পরিজন ও শুভাকাঙ্খি বলে একাধিক সূত্রে বলে জানাগেছে।
সরকার ঈদের আগে ৫ দিন ও পরে ২ দিন যানবাহন চলাচল নিষিদ্ধ করায় বর্তমানে বাড়ী ফেরার যেন প্রতিযোগীতা শুরু হয়েছে। হাট বাজার ও পাড়া মহল্লায় বাড়ছে জনসমাগম। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখাগেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন