মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চরমপন্থা থেকে ফিরে আসুন -প্রফেসর আসাদুল্লাহ আল-গালিব

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে যাবতীয় চরমপন্থী ও শৈথিল্যবাদী বিশ্বাস থেকে দূরে থেকে মধ্যপন্থী হওয়ার আহ্বান জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমির প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। গতকাল শুক্রবার রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় জামে মসজিদে প্রদত্ত জুম‘আর খুৎবায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, চরমপন্থী খারেজী মতাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী কবীরা গুনাহগার ব্যক্তি কাফের। এই চরমপন্থী বিশ্বাসের কারণে চতুর্থ খলীফা আলী (রা.) এর খেলাফতকালে একদল মুসলমান তাঁর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। এমনকি তাঁকে হত্যা করা জায়েয গণ্য করে তাঁকে হত্যা পর্যন্ত করেছিল। অথচ তিনি ছিলেন পৃথিবীতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। আজও সেই চরমপন্থী বিশ্বাসের কারণে একইভাবে হত্যাকা- চালানো হচ্ছে। অথচ এভাবে মুসলিম-অমুসলিম কাউকেই হত্যার কোন অনুমোদন ইসলামে নেই। তিনি যাবতীয় চরমপন্থা থেকে সাবধান থাকার জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন