রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অধ্যক্ষা খালেদা খানমের ৫ম ইন্তিকালবার্ষিকী আজ

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : শহীদ লে. সেলিম শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষা ও আবুজর গিফারী (রা.) বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপিকা মরহুমা খালেদা খানমের আজ ৫ম ইনতিকালবার্ষিকী।
বরিশালের কৃতি সন্তান মিরপুর মুক্তিদাতা হিসেবে খ্যাত বীর মুক্তিযোদ্ধা শহীদ লে. সেলিম মো. কামরুল হাসান বীর প্রতীক-এর নামে রাজধানীর মগবাজার এলাকায় ১৬ক, মধুবাগ-এ ১৯৭৯ সনে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। মরহুমার ইনতিকালবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় শহীদ লে. সেলিম শিক্ষালয় প্রাঙ্গণে পবিত্র কুরআনখানী, ক্যান্টনমেন্টস্থ মাযার জিয়ারত, মরহুমার স্মৃতিচারণ অনুষ্ঠান, দুরূদ, মাহ্ফিল এবং বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত থাকার জন্য অভিভাবক-অভিভাবিকা, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের অনুরোধ জানিয়েছেন স্কুলের বর্তমান অধ্যক্ষ ও আবুজর গিফারী (রা.) বিশ্ববিদ্যালয়ের কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ মো. আফতাব হোসেন সিকদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন