শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আনোয়ারায় একজন করোনায় সেরে উঠতেই আরো ২ জন সনাক্ত

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ৩:২৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় প্রথম করোনা রোগী সনাক্তের ঠিক এক মাসের মাথায় আরো দুইজন নতুন রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাতে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ২৫৫ নমুনা পরীক্ষায় ২৫টি পজেটিভ আসে। এর মধ্যে আনোয়ারার দুইজন রয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।
আনোয়ারা থানার অফিসার ইনচাজ দুলাল মাহমুদ বলেন, আক্রান্তদের একজন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসের অডিটর রুপন কান্তি (৩৩)। বাড়ি হাজীগাঁও এলাকায়। তাকে নিজবাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অপরজন তৌফিকুর ইসলাম তৌফিক (৫০) বাড়ি বরুমছড়া গ্রামের ঠিকানা থাকলেও প্রকৃত বাড়ি বোয়ালখালী থাকেন আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর ঈদগা মাঠের পাশে^ আহমদ হোসেন কলোনীতে। স্থানীয় সূত্রে বরুমছড়া তার শশুর বাড়ি বলে জানা যায়।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, শনিবার দুইজনের নমুনায় করোনা পজিটিভ আসে। তাদের ঠিকানার খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এর আগে ১৫ এপ্রিল উপজেলার ওষখাইন গ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছিল। এরমধ্যে তিনি সেরে উঠেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন