ময়মনসিংহের তারাকান্দায় ঘূর্ণিঝড়ের তান্ডবে ৩ গ্রাম লন্ডভন্ড হয়েছে।
জানা যায়, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরি, কাকনী ও বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামে শনিবার ভোরে ঘূর্ণিঝড়ে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পরে ব্যাপক ক্ষতি সাধন হয়। কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামের শাহিন খান,সুলাইমান, সারোয়ার, জামাল, জলিল, তারা মিয়া, বজলু, কাদের, সাদেক, আব্দুর রশিদ, মিলন,স্বপন, বিল্লাল, হেলিম উদ্দিন, আমিরুলসহ প্রায় ৫০ পরিবারের ঘরবাড়ি ও গাছপালা ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে ভেঙ্গে পড়েছে।
কাকনী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান রিপন জানান, ২ মিনিটের ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর ভেঙ্গে পড়ে পড়েছে। ঘর-বাড়ি ভেঙ্গে যাওয়ায় অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, কাকনী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান রিপনসহ সংশ্লিষ্ট অনেকেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন