শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে ১১ বছরের শিশু বলাৎকারের ঘটনায় ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ৯:১৩ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় আবতাব উদ্দিন নামে ৭০ বছরের এক বৃদ্ধকে গেফতার করেছে পুলিশ। 

ঘটনাস্থল ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত মিরাজ উদ্দিনের ছেলে মুদি দোকানি আবতাব উদ্দিনের দোকানে ওই শিশুটি পেপসোডেন্ট টুথপেষ্ট ক্রয় করে। শিশুটি বড় টাকার নোট দিলে খুচরা টাকা বাড়িতে আছে বলে দোকান সংলগ্ন বাড়ির ঘরের ভিতর ডেকে নিয়ে জোরপূর্বক শিশুকে বলাৎকার করে লম্পট বৃদ্ধ। এসময় শিশুর চিৎকারে প্রতিবেশিরা ছুটে গিয়ে বৃদ্ধকে হাতে-নাতে ধরে ফেলে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে। এঘটনায় শিশুর পরিবার নারী ও শিশু নির্যতন আইনে মামলা করেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে এবং লম্পট বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রমজান মাসের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন