বানারীপাড়া উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে অবৈধ তিন হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহানের নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে একটি নৌকাসহ তিন হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে উদ্ধারকৃত ওই জাল লঞ্চঘাট সংলগ্ন বালুর মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন