রাজশাহী ব্যুরো : নগরীতে জুমার নামাযের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল তৎপর। শুক্রবার জুমার নামাযের আগে মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষের শরীর তল্লাশি করে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫ এর সদস্যরা। মসজিদগুলোর সামনেও ছিল পুলিশী প্রহরা। গুলশানে সন্ত্রাসী হামলার পর থেকেই সারা দেশের ন্যায় রাজশাহীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশের পাশপাশি র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন