শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএনপির বিক্ষোভ কর্মসূচি আদালতের অবমাননা -হাছান মাহমুদ

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে দলটির বিক্ষোভ-মিছিল আদালতকে বৃদ্ধাঙুলি দেখানোর শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তাদের এই ধরনের প্রতিবাদ কর্মসূচি আদালতের বিরুদ্ধে যাচ্ছে। রায়ের বিরুদ্ধে যাচ্ছে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী যুব আইনজীবী পরিষদ আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, একজন অপরাধীকে উচ্চ আদালত সাজা দিয়েছেন। সে সাজার বিরুদ্ধে বিএনপি বিক্ষোভ-মিছিল করে আদালত অবমাননা ও আদালতকে বৃদ্ধাঙুলি দেখিয়েছে। প্রধান বিচারপতির প্রতি প্রশ্ন রেখে হাছান বলেন, ট্রাফিক পুলিশ একজন বিচারপতির গাড়ি আটকে রাখার জন্য তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিয়েছেন। তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না। আদালত অবমাননায় ব্যবস্থা নিতে তিনি আহ্বান জানান। মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের চেয়ারম্যান মোল্লা মো. আবু কাওসার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত নন্দী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন