শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইহুদিরা ইসলামকে জঙ্গি মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় -মাদারীপুর জমিয়াতুল মোদার্রেছীন

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাদরাসার শিক্ষার্থী কখনও জঙ্গি নয়
মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদরাসার কোনো শিক্ষার্থী জঙ্গি নয়। যারা জঙ্গি হিসেবে ধরা পড়েছে তাদের অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ইহুদিরা ইসলামকে জঙ্গি মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করে শান্তির ধর্ম ইসলামকে ধ্বংস করতে চায়। মাদারীপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও আহমদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. শাহাদাৎ হোসাইন গতকাল শনিবার সকাল ১০টায় মাদারীপুর আহমদিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত আলিম ক্লাসের নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. বেলায়েত হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মাদরাসার প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোয়াজ্জেম হোসেন, মো. আমিনুল ইসলাম, কামরুল হাসান, সামসুল আজম, খালেদুর রহমান বেলাল খান। নবীন বরণ অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন প্রভাষক মো. হেদায়েত হোসাইন। অনুষ্ঠানে নবাগতদের ফুল প্রদানসহ আপ্যায়নের মধ্য দিয়ে বরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন