শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিয়ম নীতির মধ্য থেকে নেছারাবাদে যখন যেখানে ঈদের জামাত

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ১:৫৪ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পবিত্র ঈদ উল ফিতরের ঈদের বৃহত্তর জামাত ছারছীনা শরীফে সকাল ৮.৩০ (সাড়ে আটটায়) অনুষ্ঠিত হবে। তবে করোনা ভাইরাসের প্রার্দুভাব রুখতে সরকারি নিয়মনীতির মধ্য থেকে অনুষ্ঠিত হবে উপজেলার বৃহত্তম এ ঈদের জামাত। করোনা ভাইরাসের কারণে গতানুগতিক ন্যায় এবার ছারছীনা শরীফে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে কিনা জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড.সৈয়দ শরাফাত আলী জানান, করোনাভাইরাস এড়াতে নিয়মনীতির মধ্য ছারছীনায় ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, সেক্ষেত্রে এবছর জামাতে বরাবরের ন্যায় লোকসংখ্যা নাও হতে পারে।

এদিকে একই সময়ে নেছারাবাদ থানা কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে আটটায়, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ সাড়ে আটটায় এবং থানা মসজিদে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, উপজেলার আকলম ঈদগাঁ ময়দান, মিয়ারহাট জামে মসজিদ, সুটিয়াকাঠি হাফেজিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, জগন্নাথকাঠি বাইতুন আমান জামে মসজিদ, বন্দরের উত্তর পাড় জামে মসজিদ,বাটনাতলা জামে মসজিদ, পাটিকেল বাড়ি দরগাহ শরীফ জামে মসজিদ, রাজাবাড়ি জামে মসজিদসহ উপজেলার ৬০০ জামে মসজিদের ৪৫০টি মসজিদের অধিকাংশ মসজিদসংলগ্ন ঈদগা ময়দানে সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

উপজেলা ইসলামি ফাউন্ডেশনের তত্তাবধায়ক হাফেজ মো. মাসুম বিল্লাহ জানান, করোনা ভাইরাসের কারনে নিয়মনীতির মধ্য থেকে এবছর উপজেলায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। যেসব এলাকার মসজিদে নামাজির সংখ্যা বেশি হবে সেখানে প্ররয়োজনে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি আমরা সকল মসজিদকে অবগত করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন