যশোর ব্যুরো : যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলায় মাসুদুর রহমান (৪০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিদর্শক ছিলেন।
সহকর্মী আসাদুজ্জামান জানান, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে যশোরে অফিসে আসছিলেন মাসুদুর রহমান। শনিবার সকাল ৮টার দিকে সেনানিবাসের কাছে শানতলায় একটি বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়েন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মাসুদুর রহমানের মৃত্যু হয়েছে। নিহত মাসুদুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন