শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোপালগঞ্জে গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১২:১৪ এএম


গোপালগঞ্জে একটি মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলÑ মো. হারুণ মোল্লা, মো. মিজান মোল্লা ও লিটন শেখ। এদের বাড়ি গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।
গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, গত কয়েক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে ১৭টি মোটরসাইকেল চুরি হয়। প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন