শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাউখালী মসজিদের ইমামকে হত্যার হুমকি দিয়ে আইএসএ’র নামে চিঠি

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : কাউখালী উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুককে গত শুক্রবার হত্যার হুমকি দিয়ে আইএসএর নামে চিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে জানা যায়। ইমাম জানান, শুক্রবার মসজিদের দোতালার দরজা খুললে মসজিদের মোয়াজ্জেম ইমামের নামে একটি চিঠি দেখতে পান। যাতে লেখা ছিল “তোমরা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হোক চাও না। তোমরা জিহাদের আলোচনা থেকে বিমুখ। সুতরাং তোমাকে হত্যা করা শরিয়তশুদ্ধ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। খুব শীঘ্রই তোমাকে তোমার রুমেই জবাই করে হত্যা করা হবে। আইএস বরিশাল রেঞ্জ, কাউখালী শাখা।” হুমকির কারণ হিসেবে ওমর ফারুক জানান, সম্প্রতি বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভায় তিনি কোরআন হাদিসের আলোকে আইএস, আহলে হাদিসসহ বিভিন্ন জঙ্গিবিরোধী কঠোর বক্তব্য প্রদান করেন। তিনি নিরস্ত্র ও নিরীহ মানুষকে যারা হত্যা করে তাদেরকে হত্যা করার বিধান কোরআনে রয়েছে। আইএস কোনো ইসলামিক দল হতে পারে না। এই জাতীয় বক্তব্যের কারণেই এই হুমকি দেয়া হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে কাউখালী থানার এসআই ওসমান গণি জানান, বিষয়টি তারা গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন এবং ইমাম ও মসজিদের নিরাপত্তার জন্য মসজিদে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন