শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অ‌তি‌রিক্ত যাত্রী বহ‌নের দা‌য়ে সুন্দরবন-৮ ল‌ঞ্চের সুপারভাইজারকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৮:৫৭ পিএম

অ‌তি‌রিক্ত যাত্রীবহ‌নের দা‌য়ে পটুয়াখালী থে‌কে ঢাকাগামী সুন্দরবন-৮ ল‌ঞ্চের সুপারভাইজার‌কে ২০হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে ২ মা‌সের বিনাশ্রম কারাদন্ড প্রদান ক‌রে‌ছেন নির্বা‌হি ম্যা‌জি‌ষ্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম। র‌বিবার সন্ধ্যায় পটুয়াখালী লঞ্চঘা‌ট প‌রিদর্শ‌নে এসে এরায় প্রদান ক‌রেন তিনি। এসময় জ‌রিমানার টাকা দি‌তে অপরগতা প্রকাশ কর‌লে সুপারভাইজার আ‌নোয়ার হো‌সেন‌কে আটক ক‌রে নি‌য়ে যাওয়া হয়। নির্বা‌হি ম্যা‌জি‌ষ্ট্রেট মাহবুবুল ইসলাম জানান, জ‌রিমানার টাকা প‌রি‌শোধ কর‌লে তা‌কে ছে‌ড়ে দেয়া হ‌বে। তি‌নি জানান, "মহামা‌রি ক‌রোনা ভাইরাস সংক্রমন প্র‌তি‌রো‌ধে সরকারী নি‌র্দেশনা অনুযায়ী স্বাস্থ্য‌বি‌ধি না মে‌নে অ‌তি‌রিক্ত যাত্রী বহন কর‌ছে সুন্দরবন-৮লঞ্চ‌টি,যে কারণে লঞ্চের সুপারভাইজারকে উত্তর জরিমানা করা হয়।
এদিকে সুন্দরবন ৮ লঞ্চের সুপারভাইজার কে আটক করায় পটুয়াখালী ঘাটে অপেক্ষমান কোনো লঞ্চই ঢাকার উদ্দেশ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছেড়ে যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন