বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বুড়িচংয়ে নেশাগ্রস্ত বাবার অত্যাচারের শিকার ৫ বছরের শিশু

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আলমগীর হোসেন, বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা  : বুড়িচংয়ে নেশাগ্রস্ত এক স্বামীর অত্যাচারে স্ত্রী পালিয়ে গিয়ে রক্ষা পেলেও পাষ-ের অত্যাচারের কবল থেকে রক্ষা পায়নি ৫ বছরের শিশুকন্যা রুহী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার  অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া খবর পান যে, উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙ্গলবাড়ী এলাকায় গাঁজা বিক্রি করছে। থানার অফিসার ইনচার্জের নির্দেশে বুড়িচং থানার এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জঙ্গলবাড়ী রাস্তার মাথা থেকে ওই গ্রামের অধিবাসী মৃত আসাদ মিয়ার ছেলে মো: রিয়াজ আহম্মেদ দুলাল (৪০)-কে তার কাছ থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে। এসময় উৎসুক এলাকার লোকজন থানা পুলিশকে জানান, বিগত ৩ বছর পূর্বে রিয়াজ আহম্মেদ দুলাল নেশা করে তার স্ত্রীকে বেদম মারধর ও অত্যাচার করার ফলে তার স্ত্রী দুই বছরের রুহী  নামে এক কন্যাসন্তান রেখে সংসার ছেড়ে পালিয়ে যায়। তার এ নেশা  করার ফলে পরিবারের সবাই তাকে ত্যাগ করে চলে গেছে। তিন বছর পূর্বে তার স্ত্রী তার সংসার থেকে পালিয়ে গেলেও  রেখে যাওয়া রুহী শিশুটিকেও পাষ- নেশাকর পিতা বিনা অজুহাতে মারধরের পাশাপাশি গত বেশ কয়েকদিন যাবত তার কন্যাকে মেরে ফেলার উদ্দেশ্যে ছাগল ছানার মতো নিজের হাতে একবার পানিতে ডুবিয়ে আবার ভাসিয়ে তুলে প্রকাশ্য জনতার সম্মুখে জীবন-মরণ খেলায় মগ্ন থাকত। গতকাল  রোববার তার  নিজ বাড়ি থেকে ৫ বছরের ওই শিশুকন্যাকে আহত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশ হেফাজতে শিশুটির চিকিৎসা কার্যক্রম চলছে এবং পাষ- ওই পিতার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা করা হয়েছে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন