শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজপথে জঙ্গিবাদবিরোধী ঐক্য চাই : মহিউদ্দিন চৌধুরী

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৫৯ পিএম, ২৪ জুলাই, ২০১৬

চট্টগ্রাম ব্যুরো : ১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জঙ্গিবাদমুক্ত স্বদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের সপক্ষের জনগণকে সংগঠিত করে পাড়ায় মহল্লায় ওয়ার্ডে গণপ্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। চট্টগ্রামের মাটি শহীদের রক্তে রঞ্জিত। এই মাটিকে জঙ্গিবাদবিরোধী দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করতে সকলের সম্মিলিত রাজপথের ঐক্য চাই। তিনি গতকাল (রোববার) নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে ডাল্লা মার্কেট চত্বরে চট্টগ্রাম ১৪ দলের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ধারাবাহিক কর্মসূচির জনসমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলারসহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জাসদ স্থায়ী কমিটির সদস্য ইন্দ নন্দন দত্ত, গণতন্ত্রী পার্টির তাজের মল্লুক, ওয়াকার্স পার্টির শামসুদ্দিন খালেদ সেলিম, জাসদ মহানগরীর এ টি এম জাফরুল আলম, সাম্যবাদী দলের অমূল্য বড়–য়া, গণআজাদী লীগের নজরুল ইসলাম আশরাফী, মহানগর আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন