শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীনের জামিন স্থগিত চেয়েছে দুদক

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দুর্নীতির দুই মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে হাইকোর্টেও দেয়া জামিন স্থগিত চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার  দুদকের এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দারের আদালত।
আগামী ৩১ জুলাই আপিল বিভাগে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী  খুরশীদ আলম খান। তিনি বলেন, এর মধ্যে জামিনে মুক্তির জন্য আসামিপক্ষ কোনো উদ্যোগ নিতে পারবে না। তার মানে হলো এ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা মুক্তি পাচ্ছেন না।  
গত ২০ জুলাই বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ শর্তসাপেক্ষে  এ দু’জনের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন