শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে আশ্রমের সেবাইতের জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের লেবুবুনিয়া গ্রামের মৃত সুরেন্দ্র নাথ পালের ছেলে কাউখালি গুরু আশ্রমের সেবাইত কার্তিক চন্দ্র পালের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে ইউএনও এবিএম সাদিকুর রহমানের কাছে সেবাইত কার্তিক চন্দ্র পাল লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লেবুবুনিয়ার ১২ নং মৌজার এসএ ৪৫২ ও ৫১২ নং খতিয়ানের ৪৫৫, ৪৬৭, ৪৬৯, ৪৭৮, ৪৮০, ৪৬৮ ও ৪৬০ নং দাগের অর্ধেকাংশের রেকড়ীয় মালিক লক্ষ্মী প্রসন্নপালের একমাত্র ওয়ারিশ সেবাইত কার্তিক চন্দ্র পাল।
বিবাদী পক্ষ লেবুবুনিয়া গ্রামের সোবাহান মুন্সির ছেলে হালিম ও আলম মুন্সি ২২ জুলাই জোরপূবর্ক ওই জমিতে ঘর নির্মাণ করেন। যাহাতে মনষা মন্দিরে পূজা করতে সমস্যা এবং সেবাইত কার্তিক চন্দ্র পালের জ্যাঠাই মা স্নেহ পালের শ্মশান সমাধী স্মৃতি নষ্ট হচ্ছে। অভিযোগ পেয়ে ইউএনও এবিএম সাদিকুর রহমান সাতুরিয়া ইউনিয়ন ভূমি অফিসকে তদন্তপূবর্ক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন