শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১১, আহত শতাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ২:২৬ পিএম

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে সৃষ্ট সহিংস বিক্ষোভে ১১ জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছে শতাধিক মানুষ। ওই কৃষ্ণাঙ্গকে হত্যার জের ধরে গেল আটদিন সহিংসতা চলছে দেশজুড়ে। নিহতদের মধ্যে ডেট্রোয়েট, শিকাগো, ওমাহা, ডেভেনপোর্ট, অকল্যান্ড, লুইভিলের বাসিন্দা রয়েছে। তাদের বেশিরভাগ আফ্রিকান আমেরিকান।

সংবাদমাধ্যম এপির তথ্য অনুযায়ী, গত আটদিনের বিক্ষোভে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ হাজার ৪শ’ মানুষকে আটক করা হয়। তাদের বেশিরভাগই লুট, কারফিউ ভঙ্গ এবং সড়কে ব্যারিকেড দেওয়ার অপরাধে আটক হয়েছেন। বিক্ষোভ দমনে ওয়াশিংটন, লস এঞ্জেলেস, নিউইয়র্কসহ ৪০টিরও বেশি শহরে কারফিউ জারি করা হয়েছে। বুধবার (৩ জুন) রুশ বার্তাসংস্থা টাস এ তথ্য জানায়।

এছাড়া, বিক্ষোভে সহিংসতায় যুক্তরাষ্ট্রে কয়েকশ’ মানুষ আহত হলেও তাদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন