বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় চোখ বাঁধা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারের ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম মামুন রহস্যজনকভাবে নিখোঁজের ৩ দিন পর রোববার ভোরে বিশখালী নদের তীর থেকে চোখ, হাত ও পা বাঁধা অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামুন উপজেলার দেবত্র এন ইসলাম দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ জিয়াউল ফারুকীর কনিষ্ঠ পুত্র।
জানা যায়, মিরুখালী বাজারের মেসার্স হাজী এন্টারপ্রাইজের (বাড়ি নির্মাণ সামগ্রির ব্যবসা) মালিক মোঃ রেজাউল ইসলাম মামুন (৩০) গত ২১ জুলাই বৃহষ্পতিবার সন্ধ্যায় নিজ মোটরসাইকেলে মঠবাড়িয়া পৌর শহরে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হন। রাত ৮টার পরে মুঠো ফোনে মামুন তার স্ত্রীকে বাড়ি রওয়ানা হয়েছে বললেও সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজি করে না পেয়ে শুক্রবার মামুনের স্ত্রী নাসরিন সুলতানা সুমি মঠবাড়িয়া থানায় একটি জিডি (জিডি নং-৮৪৮, ২২/০৭/১৬) করেন।
মামুনের পিতা মাওলানা জিয়াউল হক ফারুকী জানান, রোববার ভোরে পার্শ্ববর্তী বামনা উপজেলার আমুয়ার চ্যাচাং নামক স্থান বিশখালী নদের চরে জেলেরা মামুনকে চোখ, হাত ও পা বাঁধা অসুস্থ অবস্থায় উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে তারা বামনা গিয়ে মামুনকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।
মুঠো ফোনে মামুনের সাথে যোগাযোগ করলে ক্ষীণ কন্ঠে মামুন জানান, বৃহষ্পতিবার রাতে মোটরসাইকেলে মিরুখালী বাজারে ফেরার পথে তুলাতলা নামক স্থানে ৪/৫টি মোটরসাইকেল পথ রোধ করে গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এরপর আর কিছু সে জানেনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন