করোনা সঙ্কটে গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিভিন্ন তথ্য উপাত্ত সরবরাহের মাধ্যমে মানুষ এবং সরকারের মধ্যে একটি যোগসূত্র সৃষ্টির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। গতকাল বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ও ডেডিকেটেট কোভিড-১৯ হাসপাতাল কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এবং পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান ও জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন প্রশসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন