এস.এম সুলতান খান, চুনারুঘাট থেকে : চুনারুঘাটে স্কুল ছাত্রদের উপর বখাটেদের হামলায় ৬ ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও বখাটেদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। আহত ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রোববার উপজেলার রানীগাঁও ইউনিয়নস্থ মিরাশী উচ্চ বিদ্যালয়ে ২য় সাময়িক পরীক্ষা চলছিল।
এসময় মিরাশী গ্রামের আ. হাসিম আকল মিয়ার ছেলে মোশাহিদ মিয়া, সুর্নিমল দাসের ছেলে সবির দাস ও মিতু চকিদারের ছেলে সুব্রত ওই বখাটে যুবকরা স্কুলের গেইটের সামনে একটি মোটরসাইকেল দাড় করিয়ে স্কুল ছাত্রীদেরকে উত্ত্যক্ত করতে চাইলে স্কুল ছাত্ররা মোটরসাইকেল সরাতে বলে পরীক্ষার হলে চলে যায়। পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে ১০ম শ্রেণির ছাত্র মোঃ আবুল খায়ের, সুমন আহমদ, মমিন আলী, আতাউর রহমান, নোমান আহমদ, হাবিবুর রহমান সুজন বাড়ি ফেরার পথে পথিমধ্যে তাদের গতিরোধ করে ওই বখাটে যুবকরা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় ১০ম শ্রেণির ছাত্র আবুল খায়ের (১৫), সুমন আহমদ (১৫), মমিন আলী (১৫), আতাউর রহমান (১৫), হাবিবুর রহমান সুজন (১৫), নোমান আহমদ (১৬) আহত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন