শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

এইচ.আই.ভি সংক্রমণে আলসারযুক্ত মুখের রোগ

| প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০২ এএম

এইডস এবং এইচ.আই.ভি. সংক্রমণে মুখের আলসার বা ঘাঁ দেখা দিয়ে থাকে। কিন্তু মুখের আলসার সবসময় এইচ.আই.ভি. সংক্রমণের কারণে হয় না। আলসারযুক্ত মুখের রোগ যা এইচ.আই.ভি. সংক্রমণে হয়ে থাকে তা নিম্নে বর্ণিত হলো ঃ
(১) যে সব রোগ খুব জোরালোভাবে এইচ.আই.ভি সংক্রমণের সাথে সংযুক্ত-(ক) পঁচনশীল আলসারযুক্ত মাড়ির প্রদাহ। (খ) পঁচনশীল আলসারযুক্ত পেরিওডন্টাইটিস (গ) ক্যাপোসিস সারকোমা (টিউমার) (ঘ) নন হজকিনস্ লিম্ফোমা।
(২) যে সব রোগ তুলনামূলকভাবে এইচ.আই.ভি. সংক্রমণের সাথে কম সংযুক্ত থাকে-(ক) মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যার কারণে যক্ষ্মা হতে পারে। (খ) পঁচনশীল আলসারযুক্ত স্টোমাটাইটিস।
ভাইরাল সংক্রমণ ঃ (ক) হারপিস সিমপ্লেক্স ভাইরাস (খ) ভ্যারিসিলা জস্টার ভাইরাস। (গ) অনির্ণিত আলসর বা ঘাঁ।
(৩) যে রোগ এইচ.আই.ভি. সংক্রমণে দেখা যায় যেমন-ইরাইথিমা মাল্টিফরম যা ড্রাগ রিঅ্যাকশনের কারণে হয়ে থাকে।
ফাংগাল সংক্রমণ- ক্রিপটোকক্কোসিস, হিস্টোপ্লাজমোসিস, মিউকরমাইকোসিস, অ্যাসপারজিলোসিস।
ডাঃ মোঃ ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল ঃ ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল ঃ dr.faruqu@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন