প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২৫। আমার মুখে বুকে পুরুষের মতো অনেক লোম। তাছাড়া আমার মাসিক খুব অনিয়মিত। আমি এ অবাঞ্ছিত লোমগুলো হতে স্থায়ীভাবে মুক্তি চাই।
কুশিয়ারা। বাগেরহাট।
উত্তর : আপনার সমস্যাটি একটি পুরুষালী সমস্যা। ইংরেজীতে ডাক্তারি ভাষায় এর নাম হারসুটিজম মেয়েদের জন্য এটি এক জটিলতর সমস্যা। কারণ এটি মেয়েদের মধ্যে জরায়ূর টিউমারসহ অনেক জটিল রোগের সৃষ্টি করে। বর্তমান এ লোমগুলো স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪১। বিবাহের প্রথমদিকে আমি শরীরিবভাবে বেশ সক্ষম ছিলাম। কিন্তু গত কয়েক বৎসর যাবত আমার লিংগের উত্থান হচ্ছে না এবং দ্রুত বীর্য স্খলন হচ্ছে। আমি এ থেকে মুক্ত হতে চাই।
-আবুল ফজল। আগারগাঁও। ঢাকা।
উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত পুরুষত্বহীনতা। বর্তমানে বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে এর সমাধান সম্ভব। প্রয়োজনে হরমোন এনালাইসিস করতে হতে পারে। তাই একজন অভিজ্ঞ যৌনরোগ বিশষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৪। আমার দু’হাতের নখগুলো দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে। এতে আমার সৌন্দর্য-হানি হচ্ছে। আমি অতি দ্রুত এর সমাধান চাই।
-মিসেস সালমা। কেরাণীগঞ্জ।
উত্তর : বর্তমান আধুনিক কসমেটিক চিকিৎসার মাধ্যমে আপনার নখের স্বাভাবিক রং, তথা উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫০। আমার মাথায় পাকা চুলে কলব অর্থাৎ রং লাগালে মাথায় চুলকানিসহ চর্মরোগ হয়ে যায়। এতে আমার বেশ কষ্ট হচ্ছে। এর কোন চিকিৎসা আছে কি?
-আফজাল হোসেন। নবাবগঞ্জ ঢাকা।
উত্তর : আপনার রোগটির নাম-এলার্জিক কন্টাক্ট ডারমাটাইটিস পরীক্ষা-নিরিক্ষার পর চিকিৎসা করালে এ থেকে পরিত্রাণ সম্ভব।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স)।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৬৮৮৮৪৯৪৬০।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন