শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে সীমিত পরিমাণ বিমান চলাচলের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দেশি বিদেশি বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে চীন। ফলে বেশির ভাগ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে এবার চীনে সীমিত পরিমাণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের অনুমতি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার এএফপিতে প্রকাশিত এক প্রতিবেদন থেক এসব তথ্য পাওয়া যায়। একদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে ১৬ জুন থেকে চীনা যাত্রীদের জন্য ফ্লাইট বন্ধ করে দেয়া হবে। এর আগে, মার্কিন ডেল্টা এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্স এই মাসে চীনে আবারও ফ্লাইট শুরু করার আশা করেছিল। উভয় সংস্থা চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনও সাড়া পায়নি। এদিকে, গত ১৪ মে মার্কিন পরিবহন অধিদফতর আমেরিকান বিমানগুলো দুই দেশের মধ্যে চালু করতে অনুমতি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিল। যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে, চীন ১৯৮০ সালের এই চুক্তি লঙ্ঘন করছে। চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে বিমান পরিচালনা করতে দেশিও বিদেশী বিমানগুলোকে সমান সুযোগ দেবে। করোনা ভাইরাসের মহামারির ফলে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাণিজ্য যুদ্ধের চেয়ে বেশি দেখা যায়। তারপর আবার হংকংয়ের নিরাপত্তা আইন নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে উঠে। নিউ ইয়র্ক টাইমস, এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন