ভারতের প্রখ্যাত পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়ের (৯৩) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৯৩০ সালে রাজস্থানের আজমির শহরে জন্ম হয় তার।
গতকালই বেলা ২টার দিকে মুম্বাইয়ের সান্তাক্রুজে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বাসু চ্যাটার্জির নির্মিত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা লাভ করে। সেইসঙ্গে ব্যবসায়িক সফলতা পায়। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন বাংলাদেশি নায়ক ফেরদৌস।
তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে’, ‘জিনা ইহা’, ‘আপনে পেয়ারে’ প্রশংসিত হয় দর্শক ও শিল্পবোদ্ধা মহলে। দূরদর্শনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘রজনি’ নির্মিত হয় তারই পরিচালনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন