শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সুরকার ও সংগীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই। গত রোববার রাতে হার্ট অ্যাটাক করলে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংগীতশিল্পী কিশোর দাস বলেন, বাসু দা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোর জানান, বাসুদেব ঘোষের মরদেহ হাসপাতাল থেকে তার মগবাজারের বাসায় নেওয়া হয়। সেখান থেকে রাতে নেয়া হয়েছে গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগো পাড়ায়। আজ সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বাসু দেব ঘোষ একাধারে একজন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। তিনি ১৯৯৫ সাল থেকে সংগীত পরিচালনা করছেন। আধুনিক গানের পাশাপাশি লোকসংগীতের ধাঁচেও গান তৈরি করেছেন। বিশেষ দিবসগুলো নিয়েও তিনি অসংখ্য গান তৈরি করেছেন। এর মধ্যে এ বছর মা দিবসে ১৬টি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে তাকে নিয়ে ২০টি গান তৈরি করছিলেন। জেমসের কণ্ঠে আমার মনের পাড়ায় রাষ্ট্র হয়ে গেছে, পার্থ বড়–য়ার কণ্ঠে তোমার ওই মনটাকে, আসিফের তুমি হারিয়ে যাওয়ার সময়, পান্থ কানাইয়ের দেহ মাদল, সাবিনা ইয়াসমিনের মা, রুনা লায়লার তুমি আমি এক শহরে, আইয়ুর বাচ্চুর একটি নারী অবুঝসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা নিভৃতচারী এই সুরকার ও সংগীত পরিচালক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন