শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফ্লয়েডের স্মরণসভায় অংশ নেন মার্কিন তারকা, রাজনীতিবিদ ও অধিকার কর্মীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ৬:১৪ পিএম

বৃহস্পতিবার মিনেপোলিসে পুলিশি নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের প্রথম স্মরণসভায় অংশ নেন তার পরিবার, আইনজীবি বেন ক্রাম্প এবং হলিউড অভিনেতা-অভিনেত্রী, রাজনীতিবিদ ও সঙ্গীতজ্ঞরা। বক্তারা বললেন, ‘আমাদের নাক থেকে তোমাদের হাঁটু সরিয়ে নাও’। -ডেইলি মেইল, সিএনবিসি , আনাদুলু এজেন্সি

মিনেপোলিসের নর্থ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত সবাই ৮ মিনিড ৪৬ সেকেন্ড নীরবতা পালন করেন। এই সময় ধরেই ফ্লয়েডের ঘাড়ে চেপে বসেছিলেন পুলিশ অফিসার ডেরেক শাভিন। নাগরিক অধিকার কর্মী রেভ শার্পটন ফ্লয়েডের মৃত্যুর বিক্ষোভ সামাল দেয়ার ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।

স্মরণসভায় ফ্লয়েডের ভাই পিলোনিস বলেন , আমরা জর্জের জন্য ন্যায়বিচার চাই। ফ্লয়েডের আইনজীবী বেন ক্রাম্প বলেন , জর্জ ফ্লয়েড বর্ণবাদ ও বৈষম্যের মহামারীর জন্য হত্যার শিকার হয়েছেন।

স্কুলের প্রধান এই সময় জর্জ ফ্লয়েড স্মৃতি বৃত্তি চালুর ঘোষণা দিয়ে বলেন , আমি যুক্তরাষ্ট্রের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করছি আপনারা নিজেদের উদ্যোগে জর্জ ফ্লয়েড স্মৃতি বৃত্তি তহবিল চালু করুন । গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শাভিন হাঁটু চেপে ধরলে জর্জ ফ্লয়েড মারা যায় ।

শনিবার জর্জ ফ্লয়েডের জন্মস্থান নর্থ ক্যারোলিনার র া ফোর্ডে আরেক স্মরণসভা অনুষ্ঠিত হবে। যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন