শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন জনগণকে শত্রু বিবেচনা বন্ধ করতেই হবে : ট্রাম্পকে অব. মেরিন জেনারেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ৬:৪২ পিএম

আফগানিস্তানে মার্কিন বাহিনীর সাবেক কমাণ্ডার জেনারেল(অব.) জন অ্যালেন বলেছেন, সেনাবাহিনীকে কোনওভাবেই জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। সিএনএনকে এই ডেকোরেটেড জেনারেল বলেন, ‘সশস্ত্রবাহিনীকে আমেরিকান জনগণের বিরুদ্ধে ব্যবহার করা উচিৎ কিনা আমাদের সে বিতর্ক বাদ দিতে হবে। আমাদের বিতর্ক হওয়া উচিৎ, সব খাকে সংস্কার বিষয়ে।’ -সিএনএন

এর আগে তিনি ওবামা প্রশাসনের হয়ে আইএস দমনে প্রেসিডেন্টের বিশেষ দূতেরও দায়িত্ব পালন করেছেন। গভর্নর আর মেয়রদের গালাগালি করার পরিবর্তে ওয়াশিংটনের উচিৎ তাদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা বলে মনে করেন অ্যালেন। জনগন নিজেদের অধিকারের প্রতি সচেতন। সেজন্য তাদের সম্মান করা উচিৎ বলে মনে করেন এই সাবেক জেনারেল । আরেক সাবেক মেরিন জেনারেল জেমস ম্যাটিসের বক্তব্যকেও সমর্থন জানান অ্যালেন। তিনি বলেন , যদি কোনও কমাণ্ডার ইন চিফ দায়িত্ব পালনে অযোগ্য হন , চেয়ার দখল করে রাখার কোনও মানে হয় না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন