স্বল্পদামে মানসম্মত মোবাইল ফোন পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ উদ্যোগ স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড। এর অংশ হিসেবে তারা এবার বাজারে আনলো জেলটা এফ৭০ মডেলের সাশ্রয়ী মোবাইল ফোন। আকষর্ণীয় ডিজাইনের এই ফোনটিতে রয়েছে ২.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে, .০৮ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরা, ৩২ মেগা রম+৩২ মেগা র্যাম। ডুয়েল সিমের এই ফোনটির ব্যাটারি ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার। মেমোরি সুবিধা ১৬ জিবি পর্যন্ত। এর টক টাইম ৩ ঘন্টা এবং স্ট্যান্ডবাই টকটাইম ১৬০ ঘন্টা। এতে ওয়্যারলেস এফএম রেডিও, এমিপিথ্রি, এমপিফোর, ব্লুটুথ, টর্চ, জিপিআরএস প্রভৃতি সুবিধাও রয়েছে। এক বছরের ওয়ারেন্টিসহ সিলভার ও ব্লু রঙের আকর্ষণীয় ডিজাইনের এই সেটটি সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার ৯০ টাকায়।
স শিবলু
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন