বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

নতুন হ্যান্ডসেট গধহমড়

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ক্রমবর্ধমান মোবাইল ফোনের বাজারে গ্রাহকদের চাহিদার আলোকে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যাংগো ডিজিটাল লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন মোবাইল ফোন ‘ম্যাংগো’। বর্তমান বাজারে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ভালোমান ও ফিচারসম্পন্ন মোবাইল ফোন প্রত্যাশা করেন। ম্যাংগোর মূল লক্ষ্য গুণগত মান বজায় রেখে দেশের ভোক্তা চাহিদা অনুযায়ী দারুণ সব মোবাইল ডিভাইস পৌঁছে দেওয়া। মোবাইল ফোনগুলোর দাম থাকবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে। গ্রাহকদের জন্য ম্যাংগো মোবাইল নিয়ে আসছে সবচেয়ে আধুনিক প্রযুক্তির এবং উদ্ভাবনী ডিজাইনের মোবাইল ডিভাইস। শুধু তাই নয়, গ্রাহকদের কাছে সহজ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ম্যাংগো মোবাইল দেশব্যাপী ২০টি কাস্টমার কেয়ার সেন্টার ও ৭০টি কালেকশন পয়েন্টের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চমানের সেবা প্রদান করবে। সকল ম্যাংগো ফিচার ও স্মার্টফোনে থাকবে এক বছরের বিক্রয়োত্তর সেবার সুবিধা।‘ম্যাংগো’ বাজারে ১১টি মডেলের হ্যান্ডসেট নিয়ে এসেছে। ম্যাংগো ক্রমবর্ধমান ভোক্তার চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন সেগমেন্টের মডেল ক্রমানুসারে নিয়ে আসবে। ১১টি ডিভাইসের মধ্যে ৫টি স্মার্টফোন এবং ৬টি ফিচার ফোন। সবগুলো ফোনই আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ। উল্লেখযোগ্য স্মার্টফোনের মডেলগুলো হচ্ছে ঊ৫০, ঊ৬০, এধষরপরধ, জরড় এবং ফ্ল্যাগশিপ ঊ৩০। ম্যাংগো ঊ৩০ হ্যান্ডসেটটিতে রয়েছে অক্টাকোর ১.৩ গিগাহার্টজ প্রোসেসর, নিখুঁত সিএনসি কাট মেটাল বডি, ১৬ জিবি রম এবং ৩ জিবি র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ফাস্ট ফোকাস রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ ক্যামেরার বিভিন্ন ফাংশন এবং আকর্ষণীয় সব ফিচার। এতে আরও রয়েছে শক্তিশালী ২২০০ এমএএইচ ব্যাটারি, এছাড়া ঊ৫০ হ্যান্ডসেটটির সাথে রয়েছে একটি আকর্ষণীয় ঠজ হেডসেট ফ্রি। ফিচার ফোনগুলো নিত্যদিন ব্যবহার উপযোগি করে তৈরি করা হয়েছে এবং এগুলো দামেও খুব সাশ্রয়ী। ফিচার ফোনগুলোর মডেল হচ্ছে ক১০, ঋধুষর, ড২২০, ড২৫০, ড২২২ এবং ক২০। এসব ফিচার ফোনগুলোতে রয়েছে অডিও-ভিডিও প্লেয়ার, এফএম রেডিও, ব্লুটুথ, টর্চ প্রভৃতি সুবিধা। ম্যাংগো ফিচার এবং স্মার্টফোনগুলো ৮৫০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। ম্যাংগো মোবাইলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাংগো ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের, পরিচালক মোয়াম্মের হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওহাব খান, এবং মহাব্যবস্থাপক, মার্কেটিং তৌফিকুল আলম। বাংলাদেশের মোবাইল ফোনের বাজার খুবই সম্ভাবনাময় এবং এই বাজার খুবই দ্রুত বর্ধনশীল। দেশের জনগণের বিশাল একটি অংশের হাতে এখনও মোবাইল ফোন পৌঁছেনি। এই বিশাল জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা এবং তাদের চাহিদার কথা মাথায় রেখে ম্যাংগো ডিভাইসগুলো ডিজাইন করা হয়েছে ।
স আইটি ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন