করোনাভাইরাস আক্রান্ত ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদ খান করোনামুক্ত হয়েছেন। প্রথম টেস্টে তার নমুনায় করোনা নেগেটিভ পাওয়া গেছে।
তিনি ইনকিলাবকে বলেন, শুক্রবার রাতে বিআইটিআইডি ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে।
আমি আগের চেয়ে সুস্থ আছি। দ্বিতীয়বার করোনা টেস্ট করাবো। আশা করি সে রিপোর্টও নেগেটিভ আসবে।
গত ২৬ মে করোনায় আক্রান্ত হন ডা. শাকিল আহমেদ। এরপর ১৪ দিনের জন্য বাসায় আইসোলেশনে চলে যান তিনি।
তার নেতৃত্বে গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামের
বিআইটিআইডিতে করোনা টেস্ট শুরু হয়।
এখন ল্যাবের দায়িত্ব পালন করছেন রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন