শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আখাউড়া স্থলবন্দরে রফতানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ১২:০১ এএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল রোববার থেকে পণ্য নেয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে বন্দরে বেশ কয়েকটি পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। আক্রান্ত বিএসফ সদস্যরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজীব উদ্দিন ভ‚ইয়া জানান, চেকপোস্টে দায়িত্বে থাকা ছয়জন বিএসএফ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য গতকাল রোববার থেকে বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা আমরাদের আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানায়নি। তবে কবে নাগাদ আবার পণ্য রফতানি শুরু হবে সেটি আমরা এখনও নিশ্চিত নই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন