শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসির বিরুদ্ধে দুদকের প্রতিবেদন আগামী সপ্তাহে

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এ এ জলিল মিয়ার বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবেদন আগামী সপ্তাহে দেয়া হচ্ছে। ঢাকা থেকে প্রতিবেদন অনুমোদন হয়ে আসলে দেয়া হবে চার্জশিট।
গতকাল (সোমবার) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান রংপুর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোজাহার আলী সরদার।
রংপুর আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোজাম্মেল হক, সেক্রেটারি আকবর হোসেনসহ প্রমূখ।
মত বিনিময় সভায় মোজাহার আলী সরদার জানান, গত একমাসে রংপুর থেকে দুইজন সাব রেজিস্ট্রার, একজন ব্যাংক রেজিস্ট্রার, একজন পিআইওকে গ্রেফতার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন