কক্সবাজারে করোনা আক্রান্ত ২৭৪ জন রোগী সুস্থ হয়ে এপর্যন্ত বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
গতকাল ৭ জুন পর্যন্ত জেলার ৩টি আইসোলেশন সেন্টারে এখনো চিকিৎসা নিচ্ছেন ১২৫ জন করোনা রোগী। তারা সবাই রামু, চকরিয়া ও উখিয়ার আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। সূত্র মতে ৫৯৭ জন হোম আইসোলেশনে চিকিৎসা নেয়ার কথা বলা হলেও তাদের সঠিক কোন তথ্য নেই।
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ৪৪ জন, চকরিয়ায় ১২০ জন, পেকুয়ায় ৩৭ জন, কুতুবদিয়ায় ১ জন, রামুতে ৬ জন, উখিয়ায় ২৯ জন, টেকনাফে ৮ জন ও মহেশখালীতে ২৯ জন রয়েছে।
উল্লেখ্য কক্সবাজারে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয় ১ এপ্রিল থেকে। ৭ জুন পর্যন্ত করোনা পজিটিভ পাওয়া গেছে ৯৯০ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন